Top Newsজাতীয়

পুলিশের কাজে গতি বাড়াতে নির্মাণ হচ্ছে ১৪০ থানা-ফাঁড়ি-আউটপোস্ট

মোহনা অনলাইন

পুলিশের কাজে গতি ফেরাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নতুন থানা ও ফাঁড়ি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ১৪০টি নতুন থানা ও ফাঁড়ি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

‘দেশের বিভিন্ন স্থানে ফাঁড়ি/তদন্ত কেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশ কেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা ও আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার এবং হাইওয়ে পুলিশের জন্য থানা আউটপোস্ট নির্মাণ’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশের থানা-ফাঁড়ির একটি বড় অংশ চলছে ভাড়া বাড়ি ও জরাজীর্ণ ভবনে। আবাসন সংকটও প্রকট। দাপ্তরিক কাজও ব্যাহত হচ্ছে। এই বাহিনীকে আরও কার্যক্ষম ও দাপ্তরিক কাজে গতি আনতে ১৪০ থানা-ফাঁড়ি নির্মাণ করতে চায় পুলিশ। এ জন্য ৭০৭ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিকল্পনা কমিশন এক বৈঠকে কর্মকর্তা বলছেন, পুলিশের থানা-ফাঁড়ির প্রকল্পে স্থাপত্য নকশা ২৮ লাখ টাকা এবং প্রাক্কলন, দরপত্র, ডিপিপি ছাপানোর ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সাম্প্রতিক সময়ে এ বিভাগে প্রাপ্ত বিভিন্ন প্রকল্প পর্যালোচনায় উক্ত ব্যয় দ্বিগুণ বলে প্রতীয়মান হয়। ফলে থানা-ফাঁড়ির নির্মাণ ব্যয় যৌক্তিকভাবে কমানো যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, পুলিশের থানা-ফাঁড়ি অধিকাংশই ভাড়া বাড়িতে অথবা জরাজীর্ণ ভবনে পরিচালিত হচ্ছে। এতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এই সমস্যার সমাধানে ‘দেশের বিভিন্ন স্থানে ফাঁড়ি তদন্তকেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশ কেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা ও আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার এবং হাইওয়ে পুলিশের জন্য থানা/আউটপোস্ট নির্মাণ’ প্রকল্প হাতে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে ৭০৭ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা। এ ব্যয়ের পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক- এআইজি (বাস্তবায়ন-উন্নয়ন) ড. মো. মনজুর আলম প্রামাণিক বলেন, ‘জুলাই আন্দোলনে কিছু থানার ক্ষতি হয়েছে। সেগুলোর মধ্যে থেকেও কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে।’

১৪০ থানা-ফাঁড়ি নির্মাণ প্রস্তাবের ব্যয় নিয়ে প্রশ্ন- এ প্রসঙ্গে পুলিশ অধিদপ্তর জানায়, বিভিন্ন ক্যাটাগরির মোট ১৪০টি স্থাপনা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। পিইসি সভায় ভৌত অবকাঠামো বিভাগের প্রধান বলেন, বাংলাদেশ রেলওয়ে পুলিশ স্টেশন নির্মাণের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সম্মতিপত্র ডিপিপিতে সংযুক্ত করা প্রয়োজন।

কমিশন জানায়, একাধিক ভবনের কাজ একই ঠিকাদার করার ক্ষেত্রে বিভিন্ন কারণে অনেক সময় কাজে বিলম্ব হয়। আলাদাভাবে প্যাকেজ করলে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করা সম্ভব হয়। প্রস্তাবিত ক্রয় পরিকল্পনায় প্যাকেজ সংখ্যা কেন্দ্র, সেন্টার, থানাভিত্তিক না করে জেলাভিত্তিক করে প্যাকেজ সংখ্যা কমানোর সুপারিশ করে কমিশন।

পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, প্রকল্প দপ্তরের জন্য আসবাবপত্র ও তৈজসপত্র বাবদ ৩৬ লাখ টাকা, মাটি পরীক্ষা বাবদ ২ কোটি ১০ লাখ, রাজস্ব খাতে ছাপানো বাঁধাই কোডে মোট ১ কোটি ১০ লাখ, সম্মানী ১ কোটি ২৭ লাখ, ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি, পল্লী বিদ্যুৎ, পিডিবি, ডেসা, ডেসকোর সার্ভিস চার্জ বাবদ ৪ কোটি ২০ লাখ, প্রকল্প দপ্তরের জন্য টেলিফোন বিল বাবদ ১৮ লাখ টাকা রাখা হয়েছে, যা অনেক বেশি। এসব ব্যয় কমানোর সুপারিশ করেছে কমিশন।

অর্থ বিভাগের প্রতিনিধি বলেন, প্রকল্পের আওতায় মোট আটজন জনবল সরাসরি নিয়োগের প্রস্তাব করা হয়েছে। কিন্তু জনবল কমিটির সুপারিশ গ্রহণ করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

এ প্রসঙ্গে জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি বলেন, জনবল কমিটির সুপারিশ গ্রহণের জন্য প্রস্তাব ইতোমধ্যে অর্থ বিভাগে পাঠানো হয়েছে। সুপারিশ পাওয়া গেলে তা পুনর্গঠিত ডিপিপিতে সংযুক্ত করা হবে। অর্থ বিভাগের জনবল কমিটির সুপারিশ গ্রহণ করে তা পুনর্গঠিত ডিপিপিতে সংযুক্ত করা এবং সে অনুযায়ী জনবলের সংখ্যা ও এ খাতের ব্যয় নির্ধারণের বিষয়ে উপস্থিত সবাই একমত পোষণ করেন।

পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত প্রকল্পে দোতলা পুলিশ ফাঁড়ি নির্মাণ বাবদ বর্গফুটপ্রতি খরচ ৫ হাজার ২২১ টাকা, তিনতলা ট্যুরিস্ট পুলিশ সেন্টারের বর্গফুটপ্রতি ব্যয় প্রায় ৪ হাজার ৪৪৩ টাকা, চারতলা ফাউন্ডেশনে দোতলা নৌ-পুলিশ কেন্দ্রের বর্গফুটপ্রতি নির্মাণ খরচ ৫ হাজার ২২১ টাকা, চারতলা ফাউন্ডেশনের দোতলা রেল পুলিশ থানার বর্গফুটপ্রতি নির্মাণ খরচ ৫ হাজার ২৪ এবং চারতলা ফাউন্ডেশনে চারতলা হাইওয়ে পুলিশ থানার বর্গফুটপ্রতি নির্মাণ খরচ ৪ হাজার ২৩৬ টাকা। এ নির্মাণব্যয় অনেক বেশি। ব্যয় কমাতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button