ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিজনিত ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, হরিয়ানার রোহতক থেকে ঘুমারিনগামী বাসটি ভাল্লু সেতুর কাছে পৌঁছালে হঠাৎ পাহাড়ের ওপর থেকে বিশাল পাথর গড়িয়ে পড়ে সরাসরি বাসের ওপর। এতে বাসটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে যায়। বাসের ভেতরে আরও যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিলাসপুরে ১২.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার ফলে আশপাশে আরও কিছু জায়গায় ভূমিধস হয়েছে। পুলিশ জানিয়েছে, যেভাবে পাহাড়ের অংশবিশেষ ধসে পড়েছে, তাতে বাসের ভেতরে জীবিত কাউকে পাওয়া যাবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।



