বিনোদন

শাহরুখের রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের সমন জারি

মোহনা অনলাইন

বলিউড সুপারস্টার শাহরুখ খান, তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-কে মানহানির মামলায় এবার নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট। এই মামলাটি দায়ের করেছেন IRS অফিসার সমীর ওয়াংখেড়ে। তাঁর অভিষেক, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডকু-সিরিজ দ্য ব্যডস অব বলিউডে ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে এবং তাঁকে নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে।

এই মামলার মূল বিষয় হল, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ “The Ba*ds of Bollywood”, যা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ওয়াংখেড়ের অভিযোগ, এই সিরিজে তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা হয়েছে এবং আইন পরিসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগকে খাটো করে দেখানো হয়েছে। তাঁর মতে, এই ধরনের গল্প উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি খারাপ মনোভাব তৈরি করতে পারে।

তাঁর দাবি, সিরিজটির এক দৃশ্যে ‘সত‍্যমেব জয়তে’ সংলাপ উচ্চারণের পর একটি অশ্লীল ইঙ্গিত দেখানো হয়, যা তাঁর মতে জাতীয় সম্মান আইন, ১৯৭১ অনুসারে গুরুতর অপরাধ। এক বিবৃতিতে ওয়াংখেড়ে বলেন, “এই সিরিজের মাধ্যমে শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই হয়নি, বরং মাদকবিরোধী সংস্থাগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। বিশেষত যখন আমার ও আরিয়ান খানের মামলাগুলি এখনও বিচারাধীন, তখন এই ধরনের কনটেন্ট আইনগত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক ও অনুচিত। তবে প্রাথমিকভাবে এই মামলায় সাড়া না মিললেও এবার কড়া নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

এবার এই মামলায় বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব, শাহরুখ খান, গৌরী খান, নেটফ্লিক্স, X Corp (টুইটার), গুগল, মেটা এবং অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি জন ডো-র বিরুদ্ধেও সমন জারি করেছেন। আদালত আগামী সাত দিনের মধ্যে প্রত্যেকের জবাব দাখিলের নির্দেশ দিয়েছে। যদিও এই মুহূর্তে উক্ত মামলায় আদালত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি, তবে সমীর ওয়াংখেড়ের আবেদন অনুযায়ী অভিযোগমূলক কনটেন্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে সরাতে হবে, এই প্রসঙ্গে উত্তর চাইয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ অক্টোবর।

ওয়াংখেড়ে তাঁর আবেদনে ২ কোটি টাকা ক্ষতিপূরণের কথাও উল্লেখ করেছেন, যা তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালকে দান করতে চান বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই সিরিজে মাদক বিরোধী সংস্থাগুলিকে ব্যঙ্গ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর দাবি, এই সংক্রান্ত বিভিন্ন বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে । তিনি আরও দাবি করেন, এই কনটেন্টটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি, এবং এটি এমন সময়ে মুক্তি পেয়েছে যখন তিনি ও শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মধ্যে চলা মামলাটি বম্বে হাইকোর্ট এবং NDPS কোর্টে বিচারাধীন। বিষয়টি এখন আইনি পথে কী মোড় নেয়, সে দিকেই নজর সকলের। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত রেড চিলিস বা শাহরুখ খানের পক্ষ থেকে কোনও জবাব মেলেনি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button