মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম টিজার প্রকাশের পর এবার এসেছে আরও এক চমক। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটির নতুন পোস্টার উন্মোচন করেছেন শাকিব খান। সঙ্গে লিখেছেন, “ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস”— অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়!
পোস্টারটিতে শাকিবকে দেখা গেছে একেবারে নতুন ও রহস্যময় এক রূপে। ঠোঁটের ওপরে মোটা গোঁফ, চোখেমুখে দৃঢ়তা ও তীক্ষ্ণ অভিব্যক্তি— সব মিলিয়ে এক অনন্য উপস্থিতি। চেনা শাকিব খানকে যেন পুরোপুরি নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। ফলে পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
তারকারা থেকে সাধারণ দর্শক— সবার মধ্যেই প্রতিক্রিয়ার ঢল। অভিনেত্রী শাহনাজ খুশি মন্তব্য করেছেন, “দৃঢ় সৌন্দর্য ভাই!” আর অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, “ওয়াও! আপনার এবং ‘সোলজার’ টিমের জন্য শুভকামনা।” এক নেটিজেন মজার ছলে বলেছেন, “তাকে রণবীর কাপুরের মতো লাগছে।”
এর আগে প্রকাশিত ৩৩ সেকেন্ডের প্রথম টিজারও দর্শক মহলে সাড়া ফেলেছিল। দ্বিতীয় লুকেও সেই আগ্রহ আরও বেড়েছে। শাকিবের নতুন এই রূপে ভক্তরা দেখছেন বাংলা সিনেমার এক নতুন সম্ভাবনা।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, “আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি।” প্রথম ঝলক দেখে দর্শকদের প্রতিক্রিয়া থেকেই মনে হচ্ছে, তার সেই কথাই সত্য হতে যাচ্ছে।
‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমনসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পীও আছেন এই ছবিতে।
জানা গেছে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।



