ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে সব ধরনের ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ হলেও দেশের বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।
ব্যবসায়ীরা এখন আশ্রয় নিয়েছেন রাজধানীর বিভিন্ন মহল্লা ও অলিগলির ভ্রাম্যমাণ বিক্রিতে। স্থানীয় সচেতন মহল প্রজনন এলাকার এই বেপরোয়া ইলিশ বিক্রির কারণে ইলিশের প্রজনন হ্রাসের আশঙ্কা প্রকাশ করেছে। স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে বেশি দামে ইলিশ বিক্রি হচ্ছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ও মহল্লা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
রাজধানীর যাত্রাবাড়ী ও আশপাশের কয়কটি এলাকায় জাটকা ইলিশ বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতাদের প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন পাড়া-মহল্লা ও গলিতে মাছের ডালা নিয়ে বসে থাকতে দেখা গেছে। ব্যবসায়ীরা অনেকটা লুকিয়ে ও গোপনে কেনাবেচার চেষ্টা করছেন।
রায়েরবাগ এলাকায় ইলিশ মাছ বিক্রির ছবি তুলতে গেলে একজন বিক্রেতা নিষেধ করেন। তিনি বলেন, ভাই জানেন তো মাছ ধরা, বেচা এখন নিষেধ। তারপরও জীবিকার তাগিদে নিয়ে আসছি। অনেক গ্রাহক ইলিশ মাছ চায়। দামও তুলনামূলক বেশি— প্রতি কেজি ১৪০০ থেকে ১৮০০ টাকা।



