গাজীপুরের টঙ্গীতে এক পুলিশ সদস্যের মাথা ফাটালেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত পুলিশ সদস্যের নামমো. সাঈদ (৫০)। তিনি গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত। এ ঘটনায় অভিযুক্ত ব্যাটারিচালিত অটোরিকশার চালক মোস্তাকিমকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল মো. সাইদ দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি অটোচালকদের মেইন রোডে যেতে মানা করেন। কিন্তু এক অটোচালক বাধা অমান্য করে মেইন রোডে যেতে চাইলে সাইদ তার হাতে থাকা ধারালো টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে অটোচালক ক্ষিপ্ত হয়ে পুলিশের হাত থেকে টেস্টার কেড়ে নিয়ে পুলিশের মাথায় আঘাত করে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেন। পরবর্তীতে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত অটো রিকশাচালক বর্তমানে টঙ্গী পূর্ব থানা পুলিশে হেফাজতে রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোচালক আটক আছে। এ ঘটনা একটি মামলা প্রক্রিয়াধীন।’



