বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। কয়েক মাস ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন চলছিল। তবে দুই তারকাই এ নিয়ে বলেননি। আর এবার বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে ফের আলোচনায় দুই তারকা। কারণ কিংবদন্তি অভিনেতার জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই।
এক প্রতিবেদনে জানা যায়, ঐশ্বরিয়া রাই অমিতাভ বচ্চনের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন। শনিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেন সেটায় দেখা যায়, অমিতাভ বচ্চন কাঁধে ছোট্ট আরাধ্যা বচ্চনকে নিয়ে সেলফি তুলছেন। বিগ বি-র মাথায় আছে একটি ছোট্ট মুকুট, মুখে উজ্জ্বল হাসি। ছবির সঙ্গে ঐশ্বরিয়া লিখেছেন, হ্যাপি বার্থডে ডিয়ারেস্ট পা-দাদাজি। ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ থাকুক সর্বদা।
এই ভালোবাসাময় পোস্টে ভক্তরা মন্তব্যের বন্যা বইয়ে দেন। একজন লিখেছেন, ঐশ্বরিয়া, তুমি সত্যিই মন থেকে ভালো মানুষ। আরেকজন মন্তব্য করেন, তিনি সবসময়ই অমিতাভকে জন্মদিনে শুভেচ্ছা জানান।



