Top Newsজাতীয়

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ‘গ্রেপ্তারি পরোয়ানার’ খবর ‘গুজব’: প্রেস সচিব

মোহনা অনলাইন

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ‘গ্রেপ্তারি পরোয়ানা’ জারি করা হচ্ছে দাবি করে যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটিকে ‘সম্পূর্ণ বানোয়াট ও গুজব’ বলে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার রাতে ফেইসবুক পোস্টে এ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শত শত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে বলে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

“ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার কোনও পরিকল্পনা নেই।”

শনিবার এক বিফ্রিংয়ে সেনা সদর ‘গুম ও মানবতাবিরোধী অপরাধে’ জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়ার তথ্য দেয়। এ খবরের মধ্যে প্রেস সচিবের এমন বক্তব্য এল।

শফিকুল আলম জনসাধারণকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, “এই ধরনের মিথ‍্যাচার সাধারণ জনগণের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টার অংশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button