জনদুর্ভোগ এড়াতে প্রেসক্লাব এলাকা ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী।
এর আগে, বেলা ১১টায় শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় অবস্থান কর্মসূচি চালিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, প্রেসক্লাবের সামনে আন্দোলন করলে সারা ঢাকায় যানজটের সৃষ্টি হয়। আমরা জনদুর্ভোগ এড়াতে অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে চালিয়ে যাবো। প্রজ্ঞাপন না হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া আগামী মঙ্গলবারের আগে প্রজ্ঞাপন না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।



