বিনোদন

অপ্রিয় সত্যটা মানুষ জানলে আইনের উপরে শ্রদ্ধা হারিয়ে ফেলবে

মোহনা অনলাইন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ক্যারিয়ারজুড়েই নানা কারণে বিতর্কের মুখে পড়েছেন। কখনো বিয়ে-বিচ্ছেদ কাণ্ডে আলোচনার সৃষ্টি করেছেন, আবার কখনো জেলে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিমান্ডের দিনগুলো নিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিমান্ড একটা ফালতু জিনিস। রিমান্ডের জিনিসপত্র সব ভাঙাচোরা। মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় কিছু ছবি লাগানো হয়। আমি বলেছি এগুলো পরিবর্তন করতে কারণ এগুলো দেখে কেউ ভয় পাবে না।’

কারাগারে আপনাকে নির্যাতন করা হয়েছিল কী না- এমন প্রশ্নের জবাবে পরী বলেন, ‘আগে তো কথা বলতে জানতে হবে। আপনি কী জানতে চাইছেন সেটা আগে ঠিক করতে হবে। ওনারা আসলে জানেন না ওনারা কী চান। আমাকে কেন আটক করেছে নিজেরাও জানত না। একজন আর একজনকে জিজ্ঞেস করত।’

কারাবাসের দিনগুলো নিয়ে বই লিখেছেন পরীমণি। সিনেমা বানানোর ইঙ্গিত দিয়ে অভিনেত্রী বলেন, ‘জেল থেকে বের হওয়ার পর পরই বই লিখেছি। আমার ছেলে বড় হয়ে বইটি প্রকাশ করবে। এটা বানাতেও পারি।’

জেল জীবনে নিজের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে পরী বলেন, ‘আমি এখন অবধি জেলখানা নিয়ে কোনো কিছু বলিনি। এটা নিয়ে কিছু বলার আগ্রহ নেই। এটা একটা মিথ্যা জিনিস। এটা নিয়ে কিছু বলতে অপ্রিয় সত্যটা মানুষ জানলে আইনের উপরে শ্রদ্ধা হারিয়ে ফেলবে। আমি চাই না কেউ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলুক।’

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রীকে কারাগারে কি খাবারা দেওয়া হতো তাও জানিয়েছেন তিনি। পরী বলেন, ‘জেলখানাতে অনেক স্বাস্থ্যকর খাবার দেয়া হয় এবং অনেক খাবার নষ্ট হয়। যেটা দেখে আমার খুব খারাপ লাগে। কারণ ওখানে একদম ফ্রেশ রান্না হয়। জেলখানা খুব ওয়েল মেইনটেইন হয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button