ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। এখন আর অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে নায়কের সবশেষ খোঁজখবর পাওয়া যায় তার ফেসবুকে। এই মাধ্যমের সুবাদেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। কিন্তু এবার হঠাৎই রহস্যজনক একটি পোস্ট দিয়েছেন। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নায়কের অনুসারীরা।
গতকাল রোববার রাতে ফেসবুকে কালো চশমা পরিহিত একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে কপালে চিন্তার ভাজ, বিমর্ষ হয়ে দূরে তাকিয়ে আছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘বিদায়।’
চিত্রনায়ক বাপ্পারাজের এমন ক্যাপশন নজরে আসে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাৎক্ষণিক তারা মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে থাকেন। জানতে চায়, এমন ক্যাপশনের কারণও।
একজন মন্তব্য করেছেন, ‘কী হয়েছে আপনার?’ আরেকজন লিখেছেন, ‘ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের “ট্রাজেডি কিং” এবং নায়করাজের বড় ছেলে। তাই বিদায় ক্যাপশন লেখা যতটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়াটা ঠিক ততটাই কঠিন।’
তবে নেটিজেনরা যে যা-ই বলুক না কেন, নীরব আছেন বাপ্পারাজকে। প্রিয় নায়কের হঠাৎ এমন পোস্ট স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলেছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।
বলা দরকার, ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’র মাধ্যমে সিনেমায় অভিষেক হয় বাপ্পারাজের। ক্যারিয়ারে ত্রিভুজপ্রেমের গল্পে অভিনয় করে দর্শকমহলে ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।
বাপ্পারাজ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর প্রেম’ ইত্যাদি।



