Top Newsঅপরাধ

ব্যবসা প্রতিষ্ঠান দখলের মামলায় গ্রেফতার হাজী সেলিম

মোহনা অনলাইন

রাজধানীর চকবাজারে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুরসহ অবৈধভাবে নতুন ভবন নির্মাণের অভিযোগে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ সোমবার পুলিশ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্টে ‘দীন অ্যান্ড সন্স’ নামের ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুর করে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগে চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা ভুক্তভোগী মনিরুল ইসলাম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলায় হাজী সেলিমসহ ১৪ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে পুলিশ গ্রেফতার করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button