বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারতের তিনটি কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে। এই সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রস্তুত করা হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, এই সিরাপগুলোর মধ্যে ডায়াথিলিন গ্লাইকোল নামের রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার অনেক বেশি, যা শিশুদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
সতর্কবার্তা দেওয়া তিনটি সিরাপ হলো—শ্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি রিলাইফ। ডায়াথিলিন গ্লাইকোল কাশির সিরাপ তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়, তবে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি থাকলে তা বিষক্রিয়াশীল হয়ে যায়। ডব্লিউএইচও জানিয়েছে, এই তিনটি সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের মাত্রা অনুমোদিত মাত্রার ৫০০ গুণ বেশি।
ভারতে এর আগে এ ধরনের ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গত আগস্টে শ্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ সিরাপ খেয়ে ১৭ শিশুর মৃত্যু হয়। এর আগে ২০২৩ সালে অন্য একটি ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ শিশুর মৃত্যু হয়েছিল।



