Top Newsজাতীয়

জুয়ার বিজ্ঞাপনের কারণে ব্লক হতে পারে ক্রিকইনফো

মোহনা অনলাইন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি বিজ্ঞাপন থেকে যে অর্থ আয় হয়, তা থেকে কোনো ধরনের ভ্যাট-ট্যাক্সও দেয়না।

এ কারণে বাংলাদেশ ক্রিক ইনফো বন্ধ করে দেওয়া উচিত হবে কি না, সেই আলোচনাও তুলেছেন তিনি।

সোমবার গভীর রাতে এক ফেইসবুক পোস্টে প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী লিখেছেন, “এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ইএসপিএন ক্রিকইনফো ডটকম। অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ এ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বস্বান্ত, পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ।”

বাংলাদেশের বাইরে ক্রিকইনফোর ওয়েবসাইটে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হয় না দাবি করে তৈয়্যব লিখেছেন, “আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বেশ কিছু ক্রিকেট প্লেইং দেশের ক্রিকইনফো অ্যাডভার্টাইজমেন্ট স্টাডি করে দেখেছি। সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত।”

তিনি জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ক্রিকইনফোকে এ বিষয়ে ইমেইল পাঠিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে ডাকযোগে রেজিস্টার্ড চিঠি পাঠানো হবে।

ক্রিকইনফো বাংলাদেশে ‘ব্লক করে’ দেওয়া হবে কিনা, সে বিষয়ে জনমত সংগ্রহ করা হবে জানিয়ে ফয়েজ লিখেছেন, “একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের উপর আয়কর কিংবা ভ্যাট হিসাবে বাংলাদেশকে কোনো অর্থ দেয়নি আইন পাশের আগে-পরে।

“জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা, এই বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত সংগ্রহ করবে।”
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button