Top Newsঅর্থনীতি

ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

মোহনা অনলাইন

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এদিকে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ১৩ অক্টোবর ভোজ্যতেলের দাম বাড়িয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। সংগঠনটির দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা এবং আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই নতুন এই মূল্য সমন্বয় করা হয়েছে।

তাদের ঘোষণা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল লিটারে ৬ টাকা বেড়ে ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারে ৮ টাকা বেড়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯৪৫ টাকা এবং খোলা পাম তেল লিটারে ১৩ টাকা বেড়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আগের দামেই সয়াবিন তেল বিক্রি হচ্ছে। অন্যদিকে, তেলের দাম বাড়ার এই খবরে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button