Top Newsআন্তর্জাতিক

গাজায় নতুন ত্রাণ নিষেধাজ্ঞা, রাফাহ ক্রসিং বন্ধ

মোহনা অনলাইন

জাতিসংঘকে ইসরায়েল জানিয়েছিল, বুধবার থেকে প্রতিদিন মাত্র ৩০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দেওয়া হবে; যা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত সংখ্যার অর্ধেক। নতুন করে মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী রাফা সীমান্ত খোলা হবে না বলেও জানিয়েছে তারা।

এদিকে, ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার (১৪ অক্টােবর) অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গাজায় উত্তেজনা আবারও বাড়ছে।

মঙ্গলবার জাতিসংঘকে পাঠানো এক বার্তায় ইসরায়েল জানিয়েছে, তারা প্রতিদিন মাত্র ৩০০টি ট্রাক প্রবেশের অনুমতি দেবে, যা পূর্বে নির্ধারিত সংখ্যার অর্ধেক। জাতিসংঘের মানবিক সংস্থার (ওসিএইচএ) মুখপাত্র ওলগা চেরেভকো জানিয়েছেন, এই নির্দেশনা দিয়েছে ইসরায়েলের সামরিক সংস্থা সিওগ্যাট, যারা গাজায় সহায়তা প্রবাহ তদারকি করে। খবর আল জাজিরার।

বার্তায় আরও বলা হয়, নির্দিষ্ট মানবিক অবকাঠামোর প্রয়োজন ছাড়া গাজায় কোনো জ্বালানি বা গ্যাস ঢুকতে দেওয়া হবে না।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, “মাত্র ৩০০ ট্রাক কোনোভাবেই যথেষ্ট নয়। এতে গাজার দুর্ভিক্ষের অবস্থা বদলাবে না।”

এছাড়া, ইসরায়েল ঘোষণা করেছে যে গাজা ও মিসরের মধ্যবর্তী রাফা সীমান্ত বন্ধই থাকবে।

এই বিধিনিষেধের আগে ইসরায়েলি বাহিনী গাজা সিটি ও খান ইউনিসে অন্তত নয়জন ফিলিস্তিনিকে হত্যা করে। আল-আহলি আরব হাসপাতালের সূত্রে জানা যায়, গাজা সিটির শুজাইয়া এলাকায় পাঁচজনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের বাহিনীর কাছে যারা এগিয়ে আসছিল, তাদের হুমকি দূর করতে গুলি চালানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button