ব্যক্তি সত্ত্বা ও ভাবমূর্তি রক্ষার্থে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা হৃতিক রোশন। এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, সুনীল শেট্টি, করণ জোহরের মতো বলিউড তারকারা এই ইস্যুতে আদালতে আবেদন জানিয়েছিলেন। সম্প্রতি একই পথে হেঁটেছেন সঙ্গীতশিল্পী কুমার শানুও। এবার কোর্টে গেলেন হৃতিক।
আবেদনে অভিনেতা জানিয়েছেন, তাঁর নাম, ছবি অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে নানা ব্যবসায়িক কাজে। এর ফলে নানাভাবে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। আজ, বুধবার হৃতিকের মামলার শুনানি হতে পারে। অভিনেতার অভিযোগ, তার পরিচিতি ও ইমেজ ব্যবহার করে তৃতীয় পক্ষ বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি ও তার ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন।
সম্প্রতি ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, পরিচালক করণ জোহর, তেলুগু তারকা নাগার্জুনা, ‘আর্ট অব লিভিং’ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর ও সাংবাদিক সুধীর চৌধুরীও একই ধরনের মামলা করেছেন। আদালত তাদের ক্ষেত্রেও সাময়িক স্বস্তি দিয়েছে।
প্রসঙ্গত, ‘রাইট টু পাবলিসিটি’ বা ‘পার্সোনালিটি রাইটস’ হলো এমন এক আইনগত অধিকার, যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের নাম, চেহারা, কণ্ঠস্বর বা ইমেজের ব্যবহার ও আর্থিক উপার্জনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।



