Top Newsচট্টগ্রামসংবাদ সারাদেশ
চাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের রিহার্সাল : চবি উপাচার্য
মোহনা অনলাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটা রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচন উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি। প্রচারণার সময় চমৎকারভাবে প্রচারণা হয়েছে। কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। তারা নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রেখেছে। এটা জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির এবং রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেছি। বৃত্ত ভরাট করার ব্যবস্থা রেখেছি কারণ ক্রস দেওয়া থাকলে অনেক সময় অনেক রকম অসুবিধা হতে পারে।



