আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন গভর্নিং কাউন্সিল। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট বা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। তবে এবারের সবচেয়ে বড় সুখবর হলো, প্রথমবারের মতো বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ‘রেভিনিউ শেয়ারিং’ বা লভ্যাংশ-ভাগাভাগির মডেল চালু করতে যাচ্ছে বিসিবি।
বুধবার (১৫ অক্টোবর) গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।তিনি বলেন, “আগামী আসর থেকে প্রতিটি টুর্নামেন্টের মোট লাভের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করা হবে, যার মধ্যে টেলিভিশন স্বত্ব থেকে আয়ের অংশও থাকবে। এছাড়াও, মাঠের পেরিমিটার বোর্ডে প্রতিটি দল ৩০ মিনিট করে নিজেদের বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে।” ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সময়ের স্বল্পতার কারণে এবারের আসরটি পাঁচ বা ছয়টি দল নিয়ে আয়োজন করা হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি রাজশাহী ও বরিশালকেও সম্ভাব্য নতুন ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।নতুন নিয়মে, এবারের আসরে অংশ নিতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ২ কোটি টাকা ফি এবং ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা।



