শিক্ষা

পানিতে ডুবে মৃত জুনায়েদ আমিনের জিপিএ-৫ দেখে কাঁদলেন বাবা

মোহনা অনলাইন

আজ থেকে ২০ দিন আগে, ২৭ সেপ্টেম্বর মামাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায় নটরডেম কলেজের শিক্ষার্থী জুনায়েদ আমিন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফল জানতে এসে ছেলের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে অঝরে কেঁদেন তার বাবা।

আজ সকালে নটরডেম কলেজে দেখা যায় এমনই এক হৃদয়বিদারক দৃশ্য। জুনায়েদ আমিনের বাবা মোরশেদুল আমিন পেশায় ব্যাংকার।

কান্নাজড়িত কণ্ঠে মোরশেদুল আমিন বলেন, ‌‘আমার ছেলে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল। বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে নদীতে ডুবে মারা যায়। কেউ তাকে বাঁচাতে পারেনি। পড়াশোনায় সে খুব ভালো ছিল, কেউ তার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না। ইন্টারমিডিয়েট শেষ করে বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন ছিল তার। এখন সে নেই—আমার সব শেষ হয়ে গেছে।’

এসব কথা বলার সময় বারবার মুর্ছা যাচ্ছিলেন মোরশেদুল আমিন। নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও ছাত্রের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছি। সে খুব ভালো ছেলে ছিল, বাবা-মায়ের বাধ্য সন্তান ছিল এবং কলেজের ক্লাবে সক্রিয়ভাবে যুক্ত ছিল। তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইলো।’

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করেছেন জুনায়েদ আমিন। তিনি কলেজের বিভিন্ন ক্লাব ও সামাজিক কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button