Top Newsশিক্ষা

এবারের এইচএসসির ফলাফল সবাইকে বিস্মিত করেছে: শিক্ষা উপদেষ্টা

মোহনা অনলাইন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।তিনি বলেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, এবারের ফলাফল সবাইকে বিস্মিত করেছে। এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে। এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না। আমরা ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। ফলাফল কেন খারাপ হলো তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে।

এরআগে, সকাল ১০টায় দেশের সকল শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।

প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, যা গড়ে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী—গড় ফেল হার ৪১ দশমিক ১৭ শতাংশ।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। আর ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। মোট ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।

এবার ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। যেখানে গত বছর, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৬৫টি। অন্যদিকে, ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গত বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য হারে কম। ২০২৪ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button