অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন, বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে তিনি বেশ সরব। দেশের চলমান নানা ইস্যুতে প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন এই শিল্পী।
আজ প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। এর মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, আর ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী পাস করতে পারেননি।গড় পাসের হার— ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এমন ফলাফলে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি।
এই খবর সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে ফেসবুকে এক পোস্টে শাওন লিখেছেন— “শূন্যস্থান পূরণ করো—ক) মার্চ টু _______। খ) এই তোরা _______ তে আয়!”
তারপর তিনি যোগ করেছেন—“Moral of the story: কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা, শুধুমাত্র বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটা ঠিকমতো করা লাগে।তা না হলে নিজের ইচ্ছায় বিপ্লব করছো নাকি অন্য কারো উদ্দেশ্য হাসিলের জন্য দাবার গুটি হচ্ছো—সেটাও বুঝতে পারবা না।তোমাদের জন্য সমবেদনা।”
শাওনের শূন্য স্থানে অনেকেই মজার মন্তব্য করেছেন । একজন লিখেছেন— “ক) যমুনা, খ)রাজুতে।
শাওনের এই রসবোধপূর্ণ কিন্তু ভাবনার খোরাক জোগানো পোস্টটি এখন সামাজিকমাধ্যমে ভাইরাল।
অনেকে প্রশংসা করছেন তার ব্যঙ্গাত্মক লেখনীর, আবার কেউ কেউ সমালোচনাও করছেন শিক্ষার্থীদের প্রতি এমন মন্তব্যের জন্য।



