Top Newsশিক্ষা

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ২৩ পদের ২০টিতেই জয়

মোহনা অনলাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে তারা ভূমিধস বিজয় অর্জন করেছে।

শুক্রবার সকালে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, ছাত্রশিবির সমর্থিত প্যানেলটি সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—এই তিনটি পদ ছাড়া বাকি সব পদেই জয়লাভ করেছে।

সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন, যিনি ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

সহ-সভাপতি (ভিপি) পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে একই প্যানেলের সালমান সাব্বির জয়ী হয়েছেন, পরাজিত করেছেন ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশাকে।

‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচিত অন্যরা হলেন: সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসলাম মোমো।

কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button