চার দশকেরও বেশি সময় ধরে বিশ্ব সংগীতের অন্যতম প্রভাবশালী মাধ্যম হিসেবে পরিচিত এমটিভির (MTV) কিছু মিউজিক চ্যানেল এবার বন্ধ হয়ে যাচ্ছে। প্যারামাউন্ট গ্লোবাল সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s সহ বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। বন্ধ হতে যাওয়া এর পাঁচটি চ্যানেলই যুক্তরাজ্য শাখার।
১৯৮১ সালে “I Want My MTV” স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিল এমটিভি। সংগীত, ফ্যাশন এবং তরুণ সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এই ব্র্যান্ডটি দ্রুতই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড হয়ে ওঠে গায়ক-গায়িকাদের কাছে একটি মর্যাদার প্রতীক।
কিন্তু সময় বদলে গেছে। ইউটিউব, স্পটিফাই ও সামাজিক মাধ্যমের যুগে দর্শক টেলিভিশন থেকে দূরে সরে গেছে। এমটিভির সাবেক ভিডিও জকি সিমোন অ্যাঙ্গেল বলেন, ‘এটা কষ্টের সময়। এমটিভি শুধু গান নয়, ছিল নাচ, ফ্যাশন আর তরুণদের মিলনস্থল।’ তবে ভারতে এখনো চালু আছে ‘এমটিভি ইন্ডিয়া’, যেখানে ‘রোডিজ’, ‘স্প্লিটসভিলা’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শো এখনো তরুণ দর্শকের পছন্দের তালিকায় রয়েছে, আর চ্যানেলটির জনপ্রিয়তা ধরে রেখেছে খানিকটা হলেও।
চ্যানেল বন্ধ হওয়ার খবরে অনেকে হতাশ হলেও সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বছরের শুরুতেই নতুন ফরম্যাটে এই চ্যানেলগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপন করা হবে। চ্যানেল পুনর্গঠনের অংশ হিসেবে এই রূপান্তর ঘটছে।



