Top Newsজাতীয়

বিভিন্ন দাবি জানানোর জন্য সময়ের আগেই দেওয়াল টপকে সংসদ ভবনে ‘জুলাই যোদ্ধারা’

মোহনা অনলাইন

বিভিন্ন দাবি জানানোর জন্য সময়ের আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তারা পুলিশি বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে পড়েন শতাধিক ‘জুলাই যোদ্ধা’। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

তারা জানান, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে এবং সুরক্ষা আইনসহ দায়মুক্তি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানস্থল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে জুলাই যোদ্ধাদের শান্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

২০২৪ সালের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। প্রথম পর্যায়ে ৩২টি দল ও জোটের সঙ্গে ৪৪টি বৈঠকে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৬২টির বিষয়ে ঐক্য হয়। দ্বিতীয় দফায় সংবিধান সংশ্লিষ্ট ১৯টি মৌলিক সংস্কার নিয়ে আলোচনা হয়, যার ১০টিতে নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button