বিনোদন

কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য, তবুও আজও মনে পড়ে অমৃতাকে

মোহনা অনলাইন

বলিউডে এমন স্বীকারোক্তি সচরাচর শোনা যায় না। বহু বছর ধরে কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন সাইফ আলি খান, তবুও মন নাকি কখনও কখনও ছুটে যায় অতীতের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের দিকে। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালিত এক জনপ্রিয় অনুষ্ঠানে এসে এমন খোলামেলা স্বীকারোক্তি করে চমকে দিয়েছেন নবাবপুত্র সাইফ।

সাইফ বলেন, অমৃতা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছিলেন অমৃতা সিং। নায়কের ভাষায়, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটা বুঝতে সাহায্য করে অমৃতা। তার অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। তবে তার কিছু পরামর্শ আমার কাজে লাগেনি।’

আলোচনার একপর্যায়ে কাজল মজা করে বলেন, ‘তোমাকে তো ভালোই মানুষ করেছে।’ জবাবে সাইফ বলেন, ‘ঠিক তাই। সন্তানদের ভালো মানুষ করেছে। সেই কারণেই আজও ওকে মনে পড়ে।’

সাইফ আরও জানান, অমৃতার সঙ্গে এখন তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, যদিও খুব বেশি যোগাযোগ হয় না। এ নিয়ে নায়ক বলেন, ‘সুসম্পর্ক আছে, তবে কথা হয় শুধু বিশেষ সময়ে, যেমন আমি অসুস্থ হলে।’

১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলি খান। তাদের সংসারে দুই সন্তান, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। কয়েক বছরের মধ্যেই দাম্পত্যে টানাপোড়েন শুরু হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। পরে ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button