বিনোদন

করিনার সঙ্গে তুলনায়, কে এই তারকা-কন্যা!

মোহনা অনলাইন

বাবা রজত বেদীর সঙ্গে আরিয়ান খান পরিচালিত সিরিজ়ের ‘ব্যাডস্ অফ বলিউড’-এর লাল গালিচায় হাজির হয়েছিলেন এই তন্বী। কয়েক সেকেন্ডের ভিডিয়ো, তাতেই ভাইরাল বীরা বেদী। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বীরাকে নিয়ে। অনেকেই তাঁর মুখের সঙ্গে নাকি হুবহু মিল পেয়েছেন করিনা কপূরের। কেউ কেউ আবার ঐশ্বর্যার সঙ্গেও তুলনা টেনেছেন। দর্শকের হঠা়ৎ এতটা আগ্রহ তাঁকে নিয়ে, তাতে নাকি ভয় পেয়েছেন বীরা!

নেটাগরিকদের কথায়, তাঁর মুখের সঙ্গে নাকি হুবহু মিল রয়েছে করিনা কপূরের। অনেকে লিখেছেন, ‘‘বীরাকে দেখে মনে হচ্ছে যেন পুরনো দিনের করিনা।’’ আবার কারও মনে হয়েছে করিশ্মা-করিনার চেহারা আদল যেন ফুটে উঠেছে রজত-কন্যার মধ্যে। কেউ কেউ বলেছেন, ‘‘বীরা দশটা করিনা কপূরের কেরিয়ার নষ্ট করে দিতে পারেন।’’

যদিও মেয়েকে নিয়ে এমন আগ্রহ দেখে খুশি রজত। পাশাপাশি, তিনি অনুরোধ করেন তাঁর মেয়ের সঙ্গে করিনা-ঐশ্বর্যার মতো বড় তারকার তুলনা না টানার। রজত বলেন, ‘‘আপনাদের ভালবাসা পেয়ে আমরা আপ্লুত। কিন্তু আমার মেয়েটা এখনও অনেক ছোট। পড়াশোনা করছে। দয়া করে এত বড় তারকাদের সঙ্গে ওর তুলনা টানবেন না। এত লোকের আগ্রহ দেখে খানিকটা ভয় পেয়ে গিয়েছি।’’

দুধসাদা গায়ের রং, হালকা বাদামি চুল, হালকা নীলাভ চোখের মণি। তাতেই বীরার সঙ্গে ছোট করিনার মিল খুঁজছেন সকলে। এই মুহূর্তে ১৮ বছর বয়স বীরার। ২০০৪ সালে কানাডায় পাড়ি দেন রজত। সেখানেই কলেজে পড়াশোনা করছেন বীরা। সমাজমাধ্যমে প্রোফাইল ‘ব্যক্তিগত’ করে রাখা। সেই কারণে তাঁর কোনও ভি়ডিয়ো ছবি বাইরের কেউ দেখতে পাচ্ছেন না। ভবিষ্যতে কি অভিনয়ে আসবেন, সেটাই এখন দেখার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button