বিনোদন

পুত্র সন্তানের মা হলেন পরীণীতি

মোহনা অনলাইন

অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। বিয়ের দুই বছরের মাথায় মা হয়েছেন পরিণীতি। রোববার সকালে দিল্লির একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এই খুশির খবর সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন পরিণীতি ও রাঘব।

রোববার (১৯ অক্টোবর) সকালে পরীণীতি ও রাঘব দুজনেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক যৌথ পোস্টের মাধ্যমে এই সুখবরটি জানান। খবরটি প্রকাশের পরপরই বলিউড ও রাজনৈতিক অঙ্গনের তারকা এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই নবদম্পতি।

সন্তানের আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ বলিউডের অনেক তারকা। তবে নবজাতকের নাম এখনও প্রকাশ করেননি পরিণীতি-রাঘব।
এর আগে শনিবার শ্বশুরবাড়িতে পৌঁছান অন্তঃসত্ত্বা পরিণীতি। রবিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে জন্ম নেয় শিশুটি।

২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন পরিণীতি ও রাঘব। একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেসে রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় বিয়ে। গত আগস্টে ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করে এই দম্পতি জানিয়েছিলেন—তাদের জীবনে আসছে প্রথম সন্তান। কেকের ওপর লেখা ছিল, ‘এক যোগ এক সমান তিন।’

দীপাবলির ঠিক আগে তাদের ঘরে এলো নতুন আলো। এই উৎসবের সময়টা পরিণীতি ও রাঘবের জীবনে হয়ে উঠল একেবারেই বিশেষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button