বিনোদন

এবার অনন্ত জলিলের বিরুদ্ধে গ্যাস চুরির অভিযোগ তিতাসের

মোহনা অনলাইন

গ্যাস চুরির অভিযোগে ঢাকাই ছবির নায়ক, প্রযোজক অন্তত জলিলের সাভারের কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। অনন্ত জলিলের বিরুদ্ধে ‘গ্যাস বিল বকেয়া এবং গ্যাস মিটার টেম্পারিং’করার মাধ্যমে গ্যাস চুরির অভিযোগ এনেছে সংস্থাটি।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক আব্দুল আলীম রাসেল।
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও টেম্পারিং করা মিটার জব্দ করতে গিয়ে বাধার মুখে পড়েন সরকারি কর্মকর্তারা। এক পর্যায়ে শ্রমিকদের ব্যবহার করে অভিযানকারী দলকে ঘেরাও করে অবরুদ্ধ রাখা হয়। পরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ নিয়ে অবরুদ্ধ দলকে উদ্ধার করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এজেআই গ্রুপ অব ইন্ড্রাস্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অন্তত জলিল বলেন, ‘আমি ফ্যাক্টরি চালাতে না পেরে জুয়েল নামের একজনকে ভাড়া দিয়েছিলাম। সে গ্যাস বিল বকেয়া রেখে এবং মিটার টেম্পারিং করে আমার ভাবমূর্তি নষ্ট করেছে।’
এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই শিল্পোদ্যক্তা বলেন, ‘আমি একজন সেলিব্রেটি। এসব নিউজ প্রকাশিত হলে আমার ইমেজ সংকট হবে।’
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থিক টানাপোড়েন ও শ্রমিক অসন্তোষের কবলে পড়ে সাভারের হেমায়েতপুরে থাকা চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই গ্রুপের তৈরি পোশাক কারখানা বিদ্যুতের ওপর নির্ভরশীল হলেও টেক্সটাইল চলতো গ্যাসে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button