দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়—তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই ঐতিহাসিক শুনানি শুরু হয়।
এই মামলায় আপিলকারীদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ দেশের পাঁচজন বিশিষ্ট নাগরিক।এর আগে, ২০১১ সালে হাইকোর্টের এক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করেছিল, তা বাতিল ঘোষণা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করলে এই দীর্ঘদিনের অমীমাংসিত আপিলগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়।
গত ২৭ আগস্ট আপিল বিভাগ এই দুটি আবেদনকে শুনানির জন্য গ্রহণ করেন এবং এরই ধারাবাহিকতায় আজ এই চূড়ান্ত শুনানি শুরু হলো।এই আপিলের রায়ের ওপর দেশের আগামী দিনের নির্বাচনের পদ্ধতি ও রাজনৈতিক কাঠামো (অনেকটা) নির্ভর করছে, তাই আইন ও রাজনৈতিক অঙ্গনে এই শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



