বিনোদন

মারা গেছেন কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি

মোহনা অনলাইন

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা শোলের  জেইলর চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পাওয়া কিংবদন্তি কমেডিয়ান গোবর্ধন আসরানি মারা গেছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি দেহত্যাগ করেন। অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তার ভাতিজা অশোক আসরানি।

গোবর্ধন আসরানি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার পরলোক গমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে সান্তাক্রুজ শ্মশানে। অভিনেতা অক্ষয় কুমার আসরানির মৃত্যুতে ভীষণভাবে মর্মাহত। অক্ষয় জানান, তিনি সম্প্রতি তাঁদের আসন্ন সিনেমা ‘হাইওয়ান’-এর জন্য আসরানির সঙ্গে একাধিক দৃশ্যের শুটিং করেছিলেন এবং এই দুঃখে তিনি বাকরুদ্ধ।

হিন্দি সিনেমায় আসরানির ছিল প্রায় পাঁচ দশকের রাজত্ব। থিয়েটার থেকে বড় পর্দায় আসেন তিনি। রাজস্থানের জয়পুরে জন্ম তার। মুম্বইতে পা রাখেন একেবারেই অভিনয়ের নেশায়। পার্শ্ব চরিত্রে থেকেও টক্কর দিতেন সেই সময়ের দাপুটে অভিনেতাদের সঙ্গে।

অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চিত্রনাট্যও লেখা ও পরিচালনাও করেছেন আসরানি। ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চলে মুরারি হিরো বননে’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওই চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিজেই সামলেছিলেন। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সালাম মেমসাব’ ছবিটিও নিজে পরিচালনা করেছিলেন।

অভিনেতা অক্ষয় কুমার আসরানির মৃত্যুতে ভীষণভাবে মর্মাহত। অক্ষয় জানান, তিনি সম্প্রতি তাঁদের আসন্ন সিনেমা ‘হাইওয়ান’-এর জন্য আসরানির সঙ্গে একাধিক দৃশ্যের শুটিং করেছিলেন এবং এই দুঃখে তিনি বাকরুদ্ধ।

সোমবার গভীর রাতে, অক্ষয় এক্স-এ একটি আবেগঘন বার্তা শেয়ার করেন আসরানির জন্য, যাঁর সঙ্গে তিনি ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘খট্টা মিঠা’-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। “আসরানিজির প্রয়াণে আমি দুঃখে স্তব্ধ। মাত্র এক সপ্তাহ আগে ‘হাইওয়ান’-এর শুটিংয়ে আমরা একে অপরকে আন্তরিকভাবে আলিঙ্গন করেছিলাম,” অক্ষয় তাঁর পোস্টে লেখেন।অক্ষয় আরও লেখেন, “তিনি একজন ভীষণ ভালোলাগার মানুষ ছিলেন। তাঁর কমিক টাইমিং ছিল এক কথায় কিংবদন্তি। ‘হেরা ফেরি’ থেকে ‘ভাগম ভাগ’, ‘দে দনা দন’, ‘ওয়েলকাম’,  এখনও মুক্তি না পাওয়া ‘ভূত বাংলো’ বা ‘হাইওয়ান’-এ আমি ওঁর সঙ্গে কাজ করেছি এবং অনেক কিছু শিখেছি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। আসরানি স্যার, আমাদের হাসির জন্য যে অগণিত কারণ আপনি দিয়েছেন, তাঁর জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ওম শান্তি।”

আসরানির অন্যতম উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চুপকে চুপকে, মেরে আপনে, বাওয়ারচির মতো সিনেমা, যেখানে চুটিয়ে অভিনয় করেছেন। হালফিলের ভুল ভুলাইয়া ছবিতেও দেখা গিয়েছিল তাকে। তার কমিক টাইমিংকে বাজিমাত করতে পারতেন না কেউই। আর ‘শোলে’র দাপুটে জেইলারের কথা হয়তো সিনেপ্রেমীরা কোনওদিনও ভুলবেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button