বগুড়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম সারিতে নেতৃত্ব দেয়া তরুণ ও বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ভোররাত ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ তাদের জানায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাকিবকে গ্রেফতার করে ঢাকায় নেয়া হচ্ছে। এর বাইরে জেলা পুলিশের কাছে এ ব্যাপারে আর কোনো তথ্য নেই বলে জানান তিনি।
এদিকে, জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়ককে গ্রেপ্তার প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেয়া অনেকেই। তারা দ্রুত সাকিবের মুক্তি দাবি করেছেন। এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডাঃ সানী এক ফেসবুক পোস্টে সাকিবকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আজ বিকেল ৫ টায় বগুড়ার সাতমাথায় বিক্ষোভের ডাক দিয়েছেন।
উল্লেখ্য, বগুড়ায় ২০২৪ -এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব খান সক্রিয় ভূমিকা পালন করেন। পরে কেন্দ্র থেকে তাকে এ আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্বও দেয়া হয়।



