পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। একটি জ্বালানি ট্যাঙ্কার উলটে যাওয়ার পর হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে। স্থানীয় সময় বুধবার সকালে ট্যাঙ্কারটি সড়কের একটি ক্ষতিগ্রস্ত অংশে উলটে যায়। উলটে যাওয়ার পর ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ে এবং তা সংগ্রহ করতে ছুটে আসেন স্থানীয় লোকজন। ঠিক তখনই ঘটে বিস্ফোরণ, মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন, ঘটে ভয়াবহ প্রাণহানি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাস্তার খারাপ অবস্থা এবং ট্যাঙ্কারের ভারে নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। ফেডারেল রোড সেফটি কর্পসের নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, এখনো উদ্ধার তৎপরতা চলছে এবং দুর্ঘটনাস্থলে যানজটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের বেশিরভাগই সেইসব মানুষ, যারা বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, নাইজেরিয়ায় এমন জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। রাস্তার দুরবস্থা ও যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এসব দুর্ঘটনার পেছনে বড় কারণ হিসেবে বিবেচিত।



