Top Newsআন্তর্জাতিক

৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকা দখলে নিল রুশ বাহিনী

মোহনা অনলাইন

মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দখলকৃত নতুন এলাকাগুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশে অবস্থিত। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে এই এলাকা দখল করা হয়েছে। একই সময় ইউক্রেনীয় সেনাদের ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংস করেছে রুশ বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের লক্ষ্য করে একাধিক বিমান হামলার চেষ্টা চালায়। তবে রুশ সেনারা সেগুলো প্রতিহত করেছে বলে দাবি করেছে মস্কো। এ সময় ইউক্রেন হারিয়েছে একটি এসইউ-২৭ ফাইটার জেট, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য জানায়নি ইউক্রেনের কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কৃষ্ণসাগর উপকূলের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
এরপর থেকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। এই দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনের প্রচেষ্টা অব্যাহত থাকলেও দুই দেশের সংঘাত থামার কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button