Top Newsজাতীয়

প্রতিবাদকে অপরাধ বানিয়েছিলেন হাসিনা: প্রেস সচিব

মোহনা অনলাইন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো বিষয়ে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে, একই বয়ান প্রচার করেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, আমাদের ওপর একটি নির্দিষ্ট ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হয়েছিল। অথচ প্রতিবাদ করা ন্যায়ের অংশ, এটি গণতন্ত্রের মৌলিক অধিকার। কিন্তু শেখ হাসিনা সেটিকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সত্যগুলো লিখে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিব যে বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, শেখ হাসিনা বাস্তবে তা কার্যকর করেছেন। নয়া দিগন্তসহ অল্প কয়েকটি গণমাধ্যম ছাড়া তখন প্রায় সব সংবাদমাধ্যম এক সুরে কথা বলেছে, একই বয়ান প্রচার করেছে।

প্রেস সচিবের ভাষায়, একটি রাষ্ট্র ও সমাজের জন্য সংবাদপত্র অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট শাসনামলে ইংরেজি ভাষার গণমাধ্যমগুলোর কেউই শেখ হাসিনার বিরুদ্ধে লেখার সাহস দেখায়নি। অথচ দমন-পীড়নের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তুলে ধরা প্রয়োজন ছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button