ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে প্রবেশ এবং অবস্থান করার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। এছাড়া তাদেরকে আশ্রয় দেয়ায় এক ভারতীয় নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
জানা যায়, অভিযুক্ত পাঁচ বাংলাদেশি নাগরিক পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন এলাকায় রশিদুল রহমানের বাড়িতে লুকিয়েছিলেন। অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেয়ার কারণে রশিদুল রহমানের স্ত্রী রাবেয়া বিবিকে আটক করে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার পর সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করে পাঁচজন বাংলাদেশি নাগরিক। এরপর তারা চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের ডোরাডাবরি সীমান্ত সংলগ্ন রশিদুল রহমানে নামে একজন ভারতীয় নাগরিকের বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকরা সকলেই বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বিভিন্ন গ্রাম অঞ্চলের বাসিন্দা বলেও জানা গেছে। তারা হলেন- মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ লাজু ও মোহাম্মদ রুবেল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, কালীপুজোর রাতে চ্যাংড়াবান্ধার সীমান্তবর্তী গ্ৰামে মেলা উপলক্ষে বিশাল সংখ্যায় জমায়েতের সুযোগ নিয়ে এই বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করে।



