নিষেধাজ্ঞা শেষে ২২ দিন পর নদীতে নেমেছেন জেলেরা, মাছঘাটে কর্মচাঞ্চল্য
মোহনা অনলাইন
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রথম দিন আশানুরূপ পরিমাণে ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা।
তবে র্দীঘ দিন পর নদীতে নেমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেলেও যা পাচ্ছেন তাতেই জেলেরা সন্তুষ্ট রয়েছেন। জালে ইলিশ কম ধরা পরলেও কোড়াল, পাঙ্গাস, পোয়াসহ বিভিন্ন মাছ ধরা পরছে আশানূরুপ।
ভোলার জেলেরা গণমাধ্যমে জানান, নিষেধাজ্ঞার পরে বুক ভড়া আশা নিয়ে দল বেঁধে নদীতে যাচ্ছেন তারা। বর্তমানে যে পরিমাণ ইলিশসহ বিভিন্ন ধরণের মাছ ধরা পরছে, তা আরো ৭ দিন ৮ দিন বজায় থাকলে ধার-দেনা পরিশোধ করা সম্ভব হবে।
এদিকে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছের বেচাকেনা। দীর্ঘদিন বন্ধ থাকা মাছঘাটে আবারও জমে উঠেছে ক্রয়-বিক্রয়ের উৎসব। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যবসায়ী, শ্রমিক ও আড়তদারদের মাঝে।
এক ইলিশ ব্যবসায়ী বলেন, নদীতে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল। এতে সরকারি নিয়ম মেনে বড়স্টেশন মাছঘাটেও মাছ কেনাবেচা বন্ধ ছিল। দীর্ঘদিন পর ইলিশসহ সব ধরনের মাছ বিক্রি শুরু হয়েছে। এতে আমরা খুশি। প্রথমদিন হিসেবে তেমন মাছ ঘাটে আসেনি। তবে এই সপ্তাহের মধ্যে ইলিশের সরবরাহ বাড়তে পারে, তখন দাম কমবে।



