Top Newsঢাকা

নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ, আটক ১

মোহনা অনলাইন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের সময় শুভ (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুড়ে মারলে সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এরপর পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল টিম ধাওয়া করে হাতেনাতে শুভ নামে এক যুবককে আটক করে। আটককৃত যুবকের কাছ থেকে আমরা বেশ কয়েকজনের নাম জানতে পেরেছি।

তিনি আরও বলেন, এখানে কতিপয় দুষ্কৃতিকারী বোমা সাদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আমরা ওই যুবকের কাছ থেকে যে নামগুলো পেয়েছি তাদেরকে ধরার জন্য অভিযান চালাচ্ছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি। এটি নিয়ে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button