‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর বলিউডে এবার নতুন ছবিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রী অনীত। তাকে দেখা যাবে ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এর নতুন ছবি ‘শক্তিশালিনী’তে। শনিবার সামাজিক মাধ্যমে অনীতকে শুভেচ্ছা জানিয়েছেন একই ফ্র্যাঞ্চাইজির আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানা।
আয়ুষ্মান লিখেছেন, ‘তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তোমার এই সাফল্যে আমরা গর্বিত। একে একে সব স্বপ্নপূরণ হোক তোমার। শক্তিশালিনীতে তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি।’
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দীপাবলিতে মুক্তি পাওয়া ‘থাম্মা’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে ‘শক্তিশালিনী’-এর ঘোষণাপত্রের ভিডিও। আর এখন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।
‘শক্তিশালিনী’ হচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায়, যা শুরু হয়েছিল ‘স্ত্রী’ (২০১৮) দিয়ে। এরপর ধারাবাহিকভাবে এসেছে ‘ভেড়িয়া’ (২০২২), ‘মুঞ্জ্যা’ (২০২৪), ‘স্ত্রী ২’ (২০২৪) এবং সর্বশেষ ‘থাম্মা’। ম্যাডকের প্রতিটি সিনেমাই ভয়-হাসির মহাবিশ্বকে বিস্তৃত করেছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ২০২৬ সালে ৩টি বড় সিনেমা আসছে এই ইউনিভার্স থেকে। সেগুলো হলো ‘শক্তিশালিনী’, ‘চামুন্ডা’ ও ‘ভেড়িয়া ২’। এরপর ২০২৭-এ মুক্তি পাবে ‘স্ত্রী ৩’। আর ২০২৮ সালে ৩টি দানবীয় ছবি ‘মহামুঞ্জ্যা’, ‘পেহলা মহাযুদ্ধ’ ও ‘দুসরা মহাযুদ্ধ’-এর মাধ্যমে সমাপ্ত হবে এই ফ্র্যাঞ্চাইজি।
প্রসঙ্গত, এই ইউনিভার্সে ইতোমধ্যেই যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, বরুণ ধাওয়ান, অনীত পাড্ডা ও অক্ষয় কুমার। এ ছাড়া আসন্ন কিস্তিগুলোতে আরও বেশ কিছু শীর্ষ তারকার নাম ঘোষণা করা হবে। ম্যাডকের প্রতিটি সিনেমা খুলে দিচ্ছে নতুন পৌরাণিক অধ্যায়, আর দর্শকরা অপেক্ষায় থাকে সেই বহুচিত্র ক্রসওভার চলচ্চিত্রের, যা বলিউড ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত গড়তে চলেছে।



