নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে অন্তত ৬ জন দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনায় দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন।
তিনি বলেন, ‘দগ্ধদের ড্রেসিং চলছে। তাদের শরীরের কী পরিমাণ পুড়েছে তা পরে জানানো যাবে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এমএস ডাই অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।’



