বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত বিএনপির এই শীর্ষ নেতা ওমরাহ পালন শেষ করেই সরাসরি দেশে ফিরতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওমরা শেষে তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কবে তিনি দেশে ফিরবেন।
তার এই সম্ভাব্য দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি হয়েছে।
মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের ২০ তারিখের আগে অথবা পরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরবের পথে রওনা দেবেন। তবে তিনি ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি পুনরায় লন্ডন হয়ে তারপর দেশে ফিরবেন, সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।



