বিনোদন

পপির পর রাজু আলীমের নায়িকা আলিশা

প্রেম, বাস্তবতা আর করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ভালোবাসার প্রজাপতি’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন রাজু আলীম। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং; বর্তমানে চলছে এডিটিংয়ের কাজ।

ছবিতে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি, শিপন মিত্র, মাহবুব তূর্য, রাজু আলীম, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিনা আক্তার শিলা, রানার আপ আলিশা ইসলাম, আফরিন প্রিয়মনি, তানিন তানহা, মেহেদী পলাশ ও ডিজে সোনিকা প্রমুখ।

সঙ্গীত পরিচালনা করেছেন আজম বাবু। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মেহরিন, অনিমা রায়, মাহমুদ মিলন, নুসরাত বৃষ্টি, আর্শিনা প্রিয়া, তামান্না প্রমি, কর্নিয়া ও ম্যাক আপেলসহ আরও অনেকে।

পরিচালক, প্রযোজক ও অভিনেতা রাজু আলীম বলেন,

“সিনেমার শুটিং চলাকালীন এক মজার ঘটনা ঘটেছিল। তখন মনে হচ্ছিল পপি প্রেমে পড়েছেন! সেই ভাবনা থেকেই আমি সিনেমার ওপেনিং ও ক্লোজিং শট আগেই করে ফেলেছিলাম। গল্পে পপির চরিত্রের সঙ্গে তার স্বামীর ডিভোর্স দেখানো হয়েছে। কিন্তু পপির বিয়ে হয়ে যাওয়ায় আমরা শেষ অংশের শুটিং শেষ করতে পারিনি।”

তিনি আরও বলেন,

“আমার সিনেমায় নায়িকারা এসেছেন গল্পের প্রয়োজনেই। সর্বশেষ নায়িকা হিসেবে আলিশাকে দেখা যাবে—সে দারুণ অভিনয় করেছে। সিনেমায় দুটি আইটেম গানও রয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।”

নায়িকা হিসেবে কার সঙ্গে অভিনয় করতে সবচেয়ে ভালো লেগেছে—এমন প্রশ্নে রাজু আলীমের জবাব,

“সবার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। তবে পপির স্বামী চরিত্রে অভিনয় করাটা আমার জীবনের বড় অর্জন। আমি কোনো বিখ্যাত অভিনেতা নই, কিন্তু বাংলাদেশের জনপ্রিয় নায়িকার বিপরীতে নায়ক হওয়াটা ছিল এক অন্যরকম অনুভূতি।”

গল্প প্রসঙ্গে রাজু আলীম বলেন, “এটি আর্ট ফিল্ম নয়, আবার পুরোপুরি কমার্শিয়ালও নয়—এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রতিটি দৃশ্য ও গানে দর্শকরা একটা করে বার্তা পাবেন।”

সিনেমার মুক্তি নিয়ে তিনি আরও জানান,

“আমরা ছবিটি তিন ফরম্যাটে মুক্তির পরিকল্পনা করছি—সিনেমা হল, ওটিটি ও ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। বর্তমানে চলছে এডিটিং; এরপর ডাবিং ও কালার গ্রেডিং হবে। সবকিছু ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দিতে চাই।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button