বিনোদন

রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা!

মোহনা অনলাইন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও জনপ্রিয় অভিনেতা ধানুশের বাড়িতে বোমা রাখা আছে—এমন একটি খবর ছড়িয়ে পড়লে চেন্নাইয়ে শুরু হয়েছে তুমুল হুলস্থূল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অব পুলিশের মেইলে এমন হুমকিবার্তা আসে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই তারকা অভিনেতার চেন্নাইয়ের বাসভবন।

দ্রুত তারকাদের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়, সঙ্গে প্রতিটি জায়গায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি ও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কর্মকর্তারা মনে করছেন, এটি ভুয়া হুমকি হতে পারে।

রজনীকান্তের বাসভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, বোমা রাখার জন্য কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেনি, তাই পুলিশের ধারণা, এটি ভুয়া হুমকি হওয়ার সম্ভাবনাই বেশি।
ই–মেইল পাওয়ার পর পরই বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে সমন্বয় করে ই-মেইলে নাম থাকা অন্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি বাড়িয়েছে চেন্নাই সিটি পুলিশ। তল্লাশির পর এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং পুলিশ এই ঘটনাটিকে সম্প্রতি ঘটে যাওয়া এমন একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবে চিহ্নিত করেছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button