আসছে ঈদ-উল-ফিতরে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান নিয়ে আসছেন নতুন ছবি—‘প্রিন্স’। আর এই ছবিতে শাকিবের নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল।
প্রথমে শোনা গিয়েছিল—নায়িকা হতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া বা পাকিস্তানের হানিয়া আমির। তবে সব গুঞ্জন ছাপিয়ে চূড়ান্ত নাম একটাই—ইধিকা পাল।
দেশের একটি শীর্ষ গণমাধ্যমে প্রকাশ করা হয়—ইধিকা নাকি এই সিনেমার জন্য পেয়েছেন ২৮ লাখ ভারতীয় রুপি। যার মধ্যে ১৫ লাখ ইতোমধ্যে পরিশোধও করা হয়েছে।
তবে আরেকটি সূত্র দাবি করছে—এ অঙ্ক এত নয়, মাত্র ১০ লাখ রুপিতেই কাজ করছেন তিনি।
‘প্রিয়তমা’ মুক্তির পর ইধিকা পালের নাম দুই বাংলায় রাতারাতি ছড়িয়ে পড়ে। সিনেমাটি ছিল ব্লকবাস্টার—অভিনয়, গান, রোমান্স—সবই মাতিয়ে দেয় দর্শককে। আর ইধিকাকে পৌঁছে দেয় এক নতুন উচ্চতায়।
এরপর ইধিকা জুটি বাঁধেন টলিউড সুপারস্টার দেব–এর সঙ্গে। সেই ছবিও সফলতা পায় বক্স অফিসে—ইধিকা হয়ে ওঠেন টলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন
‘প্রিয়তমা’র পর আবারও ঢালিউডে ফেরেন ইধিকা—শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমায়। সেখানেও chemistry জমে ওঠে দর্শকের মাঝে।
আর এবার আসছে ‘প্রিন্স’—যা নির্মিত হচ্ছে নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে। যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশন—সবকিছুর সমন্বয়।
পরিচালনায় আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। সবকিছু প্রায় চূড়ান্ত। এখন শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণা।



