দেশে দিন দিন বেড়ে চলেছে অ্যালার্জি রোগির সংখ্যা। অনেকেরই ধারণা এর কারণ করোনা ভাইরাসের টিকা। রোগিরা বলছেন একের পর এক চিকিৎসকের পরামর্শে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার টাকার বেশি ওষুধ খেয়েছেন। তবে রোগ হতে মুক্তি মেলেনি। তবে রোগীদের অভিযোগের বিষয়ে চর্ম ও মেডিসিন রোগ বিশেষজ্ঞদের মতামত ভিন্ন।
বিশেষজ্ঞরা বলছেন, ‘করোনার ভ্যাকসিনের সঙ্গে অ্যালার্জির কোনো সম্পর্ক নেই। এটা ভুল ধারণা।’ তাদের দাবি, করোনার আগেও অ্যালার্জি কিংবা স্ক্যাবিস রোগ ছিল। বর্তমানে পরিবেশ দূষণ এ রোগ সংক্রমণের অন্যতম কারণ। বর্তমানে পরিবেশগত দূষণ প্রচণ্ড বেড়েছে। করোনাকালীন আমরা মাস্ক ব্যবহার করলেও এখন করছি না, পানির অভাব, যত্রযত্র ফাস্টফুড খাওয়াসহ বিভিন্ন কারণও অ্যালার্জির জন্য দায়ী।
এদিকে সিদ্ধিরগঞ্জের পাইকারি ও খুচরা ওষুধের দোকানগুলোতে ডায়াবেটিস, গ্যাস্ট্রিকের পাশাপাশি অ্যালার্জির ওষুধের বিক্রিও কয়েকগুণ বেড়েছে বলে দোকানিরা জানিয়েছেন। অনেক দোকানি বলছেন অ্যালার্জির ওষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না।



