বিনোদন

শনিবার মানববন্ধন করবে সালমান ভক্তরা

মোহনা অনলাইন

সালমান শাহের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত। সম্প্রতি তার পরিবার রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে অভিযোগ করেছেন, এটি ছিল পরিকল্পিত হত্যা। মামলার প্রধান আসামি করা হয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে। এর পাশাপাশি আরও ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা ডন।

সালমান শাহর ভক্তরা মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন। এই দাবিতে আগামী ১ নভেম্বর, শনিবার দুপুর ২:৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অংশ নেবেন। মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত এখনও শেষ হয়নি। পরিবারের অভিযোগ সত্ত্বেও প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতায় আসেননি। ভক্তরা এই নতুন হত্যা মামলার দ্রুত তদন্ত এবং আসামিদের গ্রেফতারের দাবিতেই মানববন্ধনে অংশ নেবেন।

এক আয়োজক কমিটির সদস্য বলেন, “সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যু আজও রহস্যময়, যা আমাদের জন্য কষ্টের। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজের বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। শুরুতে এটি আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হলেও তার পরিবার এবং ভক্তরা সবসময়ই বলছেন, এটি পরিকল্পিত হত্যা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button