Top Newsজাতীয়

আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর

মোহনা অনলাইন

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণের লক্ষ্যে আজ (১ নভেম্বর) থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসব্যাপী নিষেধাজ্ঞা। আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে মৎস্য অধিদফতরের এই কার্যক্রম।

নিষেধাজ্ঞার মেয়াদে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা, বিক্রি, ক্রয়, পরিবহন, বিনিময় বা মজুত করা সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদফতরের বাস্তবায়নে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালনা করা হয়।

জাটকা সংরক্ষণের এ কার্যক্রম সফল করতে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুসারে, নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

মৎস্য অধিদফতর জানিয়েছে, এ নিষেধাজ্ঞা কার্যকরে সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button