বিনোদন

ডিভোর্সের ১ যুগ পর বিয়ে গুঞ্জনে আলোচনায় মহিমা চৌধুরী

মোহনা অনলাইন

বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরীর বিয়ের পোশাক পরে ৬২ বছর বয়সী জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্রার সাথে একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এখন ভাইরাল হওয়া ক্লিপে, তাদের দুজনকে একটি ভবন থেকে বেরিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে।

তবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে তাদের পোশাক, অনেকেই মহিমা এবং সঞ্জয় মিশ্রার মধ্যে সম্ভাব্য বিবাহ সম্পর্কে জল্পনা করছেন। তাও আবার ৬২ বছর বয়সী জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্রাকে। এরপর মহিমা ও সঞ্জয়ের সঙ্গে বিয়ের গুঞ্জন ওঠে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মহিমা গোলাপি রঙের বিয়ের পোশাকে পরেছেন ৷ তার সঙ্গে ছিলেন বলিউডের কৌতুক অভিনেতা সঞ্জয়। দুই তারকা একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দিতেও দেখা যায়। উপস্থিত সকলেই তাদের অভিনন্দন জানান। এ সময় মহিমাকে বলতে শোনা যায়, যদি উপস্থিত ফটোগ্রাফার বন্ধুরা বিয়েতে যোগ দিতে না পারেন। তাহলে যাওয়ার আগে মিষ্টি খেয়ে যান। এরপর নেটিজেনদের মনে প্রশ্ন ওঠে-তারা কি সত্যিই বিয়ে করেছেন?

জানা গেছে, মহিমা এবং সঞ্জয় তাদের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দুর্লভ প্রসাদ কী দুসরি শাদি’ প্রচারের জন্য এ লুকে ধরা দিয়েছেন। এ সিনেমায় অভিনেত্রীকে সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে দেখা যাবে ৷ গত ১৬ অক্টোবর ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছে।

মহিমা চৌধুরীর বাস্তব জীবন কম নাটকীয় নয়। ২০০৬ সালে ব্যবসায়ী ও স্থপতি ববি মুখার্জিকে বিয়ে করেছিলেন তিনি। আরিয়ানা নামের তাদের এক কন্যা রয়েছে। ২০১৩ সালে ববি- মহিমার বিচ্ছেদ হয়।

বলিউডের নব্বই দশকে ঝলমলে উপস্থিতি নিয়ে নানা হিট সিনেমায় অভিনয় করেছেন মহিমা চৌধুরী। যার মধ্যে পরদেশ, ধাড়কান, খিলাড়ি ৪২০–এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতে তার অনবদ্য অভিনয় আজও অনেকে মনে রেখেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button