আন্তর্জাতিক

প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে নেদারল্যান্ডস

মোহনা অনলাইন

নেদারল্যান্ডসের দেশের ইতিহাসে সবচেয়ে তরুণ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হওয়ার পথে ৩৮ বছর বয়সী নেতা রব ইয়েটেন। দেশটির সাধারণ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছে ইয়েটেনের মধ্যপন্থী দল ডেমোক্র্যাটস ৬৬ (ডি৬৬)। শুক্রবার দেশটির জাতীয় সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, দেশে সব ভোট গণনা শেষ হওয়ার পর ডি৬৬-এর জয় নিশ্চিত হয়েছে।

এএনপির এই ঘোষণার ভিত্তিতে জেটেন নিজের বিজয় দাবি করেন এবং বাম ও ডানপন্থী মূলধারার দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের ভোটাররা পরিষ্কারভাবে জানিয়েছেন, এখন সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এমন একটি সংখ্যাগরিষ্ঠ জোট গঠন করতে চাই, যারা বাসস্থান, অভিবাসন, জলবায়ু ও অর্থনৈতিক ইস্যুতে আগ্রহ নিয়ে কাজ করবে।’

এদিকে তার দল সর্বাধিক আসন পাওয়ার পথে থাকায়, জেটেন নেদারল্যান্ডসের প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী হবেন, যদিও যৌনতা তার রাজনৈতিক প্রচারণায় মুখ্য ভূমিকা নেয়নি।

৩৮ বছর বয়সী জেটেন প্রচারণার সময় নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন—একজন জলবায়ু মন্ত্রী থেকে হয়ে উঠেছেন উদ্যমী, ইতিবাচক ও আশাবাদী রাজনীতিবিদ। ‘হ্যাঁ, আমরা পারি’ এ ধরনের বার্তা ও দক্ষ প্রচারণা কৌশলে তিনি তরুণ ভোটারদের পাশাপাশি কেন্দ্রপন্থী ও কিছু ডানপন্থী ভোটারকেও আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন।

তবে ভোট গণনা ছিল উত্তেজনাপূর্ণ—প্রাথমিক ফলাফলে ডি৬৬ সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যায়ে পিভিভি সাময়িকভাবে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এএনপি নিশ্চিত করে, জয়ের ব্যবধান অল্প হলেও ডি৬৬-ই এগিয়ে রয়েছে।

বিদেশে বসবাসরত ডাচ নাগরিকদের ডাকযোগে পাঠানো ভোট গণনার পর আগামী সোমবার চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। জয়ী দলের নেতারা মঙ্গলবার থেকে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করবেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button