রাজনীতি

গণতান্ত্রিক চর্চা ও মতাদর্শিক সংলাপই হবে রাজনীতির মূলভিত্তি: তাসনিম জারা

মোহনা অনলাইন

রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (১ নভেম্বর) সকালে রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজের (সিজিএস) সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হয়েছে, এখন গণতান্ত্রিক চর্চা ও মতাদর্শিক সংলাপই হবে রাজনীতির মূলভিত্তি।

তিনি আরও বলেন, রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশনই দাবি আদায়ের একমাত্র উপায়— এই ধারণা থেকে বের হতে হবে। পরিবর্তন চাইলে রাজনৈতিক কাঠামোতেও পরিবর্তন প্রয়োজন।

তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা জরুরি উল্লেখ করে এনসিপির এই নেত্রী বলেন, সুস্থ পরিবেশ না থাকলে তরুণরা রাজনীতির প্রতি আগ্রহ হারায়। এ জন্য ভোটার হওয়ার বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। বিশ্বের বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সেই ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি বিষয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের উপস্থিতি এখনও সীমিত। আমরা সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলাম।

তিনি আরও বলেন, রাজনীতি এখন বদলে গেছে। পেশীশক্তির রাজনীতি আর চলবে না। জনগণ সচেতন, তারা পরিবর্তন চায়। তাই রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ও নীতিনিষ্ঠ রাজনীতিতে ফিরতে হবে।

সংলাপে রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ, গণতান্ত্রিক আচরণ এবং রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button